অটোয়া, রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০২৪
নজর - প্রভঞ্জন ঘোষ

চুপি চুপি দেখা ভালো
বলা ঠিক নয়-
সবুজ বর্ণ তায়
সরু সরু তনু
তার উপরে লাল সাদা
মনোলোভা নীলে
মনোরম শোভা মেলে
ঝিলিক ছড়ায়,
তার উপরে ছোট ছোট
পঙ্খের সারি
রঙের রত্ন নিয়ে
করে ওড়াউড়ি;
ওইটুকু ছবি
বলা ঠিক নয়, তবু
কেন যেন ভাবি।

চুপি চুপি শোনা ভালো
বলা ঠিক নয়-
ক্ষীন শব্দের জাদু
মাটি ছুঁই ছুঁই,
কিংবা উর্দ্ধ কিছু
মাথার উপর
ক্ষীন গ্রীবা ক্ষীন জিহ্বা
ক্ষীন ঠোঁট জুড়ে
সুরেলা রাগিনী রাগ
সর্বদা ধরে;
ওইটুকু গান-
বলা ঠিক নয় কেন
বলে যায় প্রাণ।

চুপি চুপি খাওয়া ভালো
বলা ঠিক নয়-
অদৃশ্য সুশীতল
ঘরের বাহির
জলের রাশির মতো
বয়ে যায় ধীর,
কিংবা সামান্য টুকু
আনন্দে উদ্ভাসে
অলক্ষ্য নিরালা মাটি
অতি ভালোবেসে
রং রূপ স্বাদ নিয়ে
শত রসপুলি
টপ্ টপ্ টুকে টুকে
সোজা মুখে তুলি;
অনাবিল স্বাদ-
বলে ওঠে বোধ কি তা
বলা অপরাধ।
এসব অমূল্য ধনে
ফোকাস্ দিলে
ফলিয়ে খলসে করে
তাই বলে গেলে
নজরের তাপ লাগে
কে বুঝি জানায়-
এই বুঝি ভাবি
সব মাটি হয়ে যায়!

প্রভঞ্জন ঘোষ
পঃ মেদিনীপুর, পশ্চিমবঙ্গ