অটোয়া, মঙ্গলবার ২৫ মার্চ, ২০২৫
আগে তো বুঝিনি - ডাঃ সুভাষচন্দ্র সরকার

 খন বুঝি, বাবার চোখের ভাষা
 মনের কথা, আগে তো বুঝিনি।
 বাবার চোখ দেখেছি, করতো যেন ছল ছল,
 বাড়ি ফিরলে বিদেশ গেলে 
 বাবার চোখে আসতো জল।

 কোনটা দুঃখের কোনটা সুখের
 জল তো সব একই সমান,
 এখন আমি বুঝতে পারি
 আমি তো এখন বাবার সমান।
 বাবার চোখের ভাষা মনের কথা 
আগে তো বুঝিনি ------

 বাবাকে কিছু প্রশ্ন করলে থাকতো বাবা মুখ লুকিয়ে
 সব কথার উত্তর দিতে 
 যেন মনের সুখে হাসিমুখে।

 সব সময় বলতে বাবা 
 ভালো থাকিস সুস্থ থাকিস,
 বেলা যে গেল সন্ধ্যা হলো 
 সময় মতো,ঘরের মানুষ ঘরে ফিরিস।
 কথাগুলো এখন বুঝি,
 আমি তো এখন বাবার সমান 
 বাবার চোখের ভাষা মনের কথা,
 আগে তো আমি বুঝিনি ------।

ডাঃ সুভাষ চন্দ্র সরকার
মাটিয়া, উত্তর ২৪ পরগনা