ভিন্ন বর্ণমালায় - ফরিদ তালুকদার
যদি পড়তে বলো, হয়তো আমি পড়ে ফেলবো দু'পাতা
লিখতে যদি বলো, তাও চেষ্টা করবো দু'কলম
যদি বলো ভাবো---
আমার উত্তরে পাবে নীরবতা দাও!
আর্কটিকে ভাসমান বরফ চাই, আমি তার মৌনতাকে পড়ি হিমাংকের নিচে ডুবে গিয়ে
মধ্য নিশীথে ডুকরে ওঠা এক ঝরা পাতা, সে আমার ঘুম কেড়ে নেয়, বিসর্জনের একটি রাত্রিকে আমি পার করে নিয়ে যাই লক্ষ উপকূল
হৃদয়ের খোলা দুয়ারে জড়িয়ে রেখে, তাকে আমি রূপকথার গল্প শুনাই আরেকটি পুষ্প বিপ্লব অবধি!
তোমরা পৃথিবী গড়ো
আমি তার ইমারতের দীর্ঘশ্বাসে কান পেতে শুনি
তোমাদের ব্যস্ততা বড়ে, মারণাস্ত্র ড্রোন আর পারমানবিক অয়্যার হেডের নকশার প্রণয়নে
সব ভুলে গিয়ে আমি তখন উদয়ের পথে একটি বৃক্ষের নিবিড়তাকে পাঠ করি নিবিষ্ট চিত্তে
জীবনকে আগুনে নিক্ষেপ করে তোমাদের কন্ঠে তোমরা উঠাও সভ্যতার কোরাস
আর আমি তখন আর্তনাদের পৌরাণিক এক প্রস্তর খন্ডে সেই কোরাসের এপিটাফ গড়ি!
'আমাদের বর্ণমালারা ভিন্ন হয়ে যায়, ভীষণ রকম ভিন্ন হয়ে যায়'!
এবার তোমরা আমার পেয়ালায় হেমলক ঢেলে দিতে পারো যতো ইচ্ছে
আমি জানি, না বললেও তোমরা তাই-ই করবে সানন্দে!
কারণ, তোমরা হ'লে সভ্য মানুষ
খুব খুব স্বঘোষিত এক সভ্য মানুষ
রক্তের পিপাসায়!
ফরিদ তালুকদার
অক্টোবর ২৫, ২০২৪
টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
26-10-2024
-
-