অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
দূরন্ত হাতিয়ার – দেওয়ান সেলিম চৌধুরী

কল ধর্ম্মের মর্মমূলে
     আছে শুধু লোভ আর ভয়,
ধর্ম্মে ধর্ম্মে এখানেই মিল,
      অন্য কোথাও নয়।
সকল ধর্ম্মের স্রষ্টারও থাকে
          বিচিত্র পরিচয়।
একেক জনপদের একেক ঈশ্বর 
        নামও তাঁদের ভিন্ন,
এক জনপদে যাহা কিছু পাপ,
        অন্য জনপদে পূণ্য।
প্রার্থনার বিচিত্র নিয়মে
        বিধাতাও হয় ধন্য।
কোনটা সত্য, কোনটা মিথ্যা
        কে দেবে জবাব তার
চোখের সামনে জাগ্রত আগুন,
         জ্বলে উঠে বার বার।
জানার ইচ্ছা স্থিমিত রাখার
         দূরন্ত হাতিয়ার।
সত্য জানিবে শুধু একজন
        বাকীরা করিবে ভান।
তাতেই মুক্তি তাতেই পূণ্য
        খুশী তাতে ভগবান।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা