অটোয়া, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর, ২০২৪
একটি ফুলের অপমৃত্যু - সিদ্দিকা ফেরদৌস তরু

চোখ দুটি ভেসে যায় জানা-অজানার কষ্টে
বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠে মনে হয়
সুনামির তান্ডবে সব ছারখার, তছনছ, হাহাকার।
ছোট ছোট ফুলগুলোকে পরম যত্নে করেছে
মালী লালন-পালন একটু একটু করে।
ঝটিকা ঝড়ে পড়লো নেতিয়ে ।
কথা ছিল কুঁড়ি থেকে হবে প্রস্ফুটিত
একেকটি ফুল, তার সুবাসে চারিদিক
হবে পবিত্রময় অনুভূতি কিংবা আনন্দ
বিলানো সুখ, আলো ছড়ানো সুখ।
হয়তো কারো ঘরে হয়তোবা অন্য কারো জন্য
নিজেকে করতো বিকশিত, আলোকিত।
এভাবে ঝটিকা ঝড়ে দলিত হবার
কথা কি ছিল? ছিল কি?
এ কষ্ট রাখবার জায়গা কৈ?
ছোট ছোট ফুল গুলোর বড় হবার
নিজেকে মেলে ধরবার কথা ছিল।
মালীর বুকের ভেতরটা যদি যেতো দেখা
উত্তাল তরঙ্গে ফুলে ফুঁসে উঠছে হয়তো,
সুনামির চাইতেও বড় দূর্যোগ তাকে
শেষ করছে বারবার প্রতিনিয়ত।

সিদ্দিকা ফেরদৌস তরু
গাইবান্ধা, বাংলাদেশ