অটোয়া, রবিবার ১৫ সেপ্টেম্বর, ২০২৪
ওরা প্রতিবাদী - ডাঃ সুভাষ চন্দ্র সরকার

রা অন্যায়ের  বিরুদ্ধে ক---রে প্রতিবাদ 
 ওরা অন্যের বিচার চায়,
 লক্ষ জনতার প্রতিবাদী কন্ঠ
 তাই ওরা বিরোধী ওরা  প্রতি---বাদী,

 নির্যাতিতার যন্ত্রণার কষ্ট ওদের বুকে বাজে 
 ওরা খুনির বিচার চায়,
 প্রশাসনের আশ্বাস বাণী ওরা খুশি নয়।
 প্রশাসন সময় নিয়ে তথ্য প্রমাণ করে লোপাট,
 বন্ধ করে দিতে চায় সত্য উদঘাটনের কপাট।
 অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে 
 তাই ওরা বিরোধী ওরা প্রতিবাদী।

 ডি এর দাবিতে ওরা বসে ধরনায়,
 কেহ বা চাকরি না পাওয়ার যন্ত্রণায়।
 কেহ বা কামদুনি নির্ভয়া তাপসী মালিক 
ধর্ষকদের বিচার চায়,
 তাই ওরা বিরোধী ওরা প্রতিবাদী।।

 অফিসে চলেই ঘুষের রাজত্ব 
 চলে অর্থ তসরুপের মহোৎসব,
 স্বাস্থ্য শিক্ষায়  নেই নজর 
 বাহিরে দলের তোলাবাজির  উৎসব।
 ওরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে,
 তাই ওরা বিরোধী ওরা প্রতিবাদী।।

 ওরা করবে নবান্ন অভিযান
 বলবে আমরা ডাক্তার দিদির বিচার চাই,
 খুনি ও তার সহযোগীর ফাঁসি চাই 
 তাই যদি আমাদের যাক জান,
 তাই ওরা বিরোধী ওরা প্রতিবাদী।।

ডাঃ  সুভাষচন্দ্র সরকার
মাটিয়া, উত্তর ২৪ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত