আজ - শীতল চট্টোপাধ্যায়
ছোট হতে -হতে আকাশটা আজ বিন্দুতে
বড় হতে -হতে অপরাধ আজ সিন্ধুতে।
নেই বলে-বলে সত্যি নেই আজ জ্যোতিতে
ভুল বলে -বলে ঠিকরা নেই আজ গতিতে।
সরে যেতে -যেতে মানুষরা আজ পরেতে
খরা পেতে -পেতে মনগুলো আজ চরেতে।
রোদ বেড়ে -বেড়ে দেহগুলো আজ তাপেতে
মন কমে -কমে হৃদয়রা আজ চাপেতে।
পথ ভেঙে -ভেঙে পথেরাও আজ স্মৃতিতে
মিছে গড়ে -গড়ে মিথ্যাচার আজ নীতিতে।
চোখ বেঁধে -বেঁধে দেখা নেই কাছ ,দূরেতে
ঠোঁট চেপে -চেপে বাঁশি নেই আজ সুরেতে।
ডোবা মেরে -মেরে দেয়াল উঠছে ইটেতে
ন্যায় খেতে -খেতে মানুষরা আজ কীটেতে।
বাড়ি ছেড়ে-ছেড়ে মাটি বাড়ি ভাঙে একাতে
পথ জুড়ে -জুড়ে ফেরা নেই ফিরে দেখাতে।
শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
-
ছড়া ও কবিতা
-
26-12-2024
-
-