বিস্রস্ত ভাবোচ্ছ্বাস এবং অপ্রত্যয়ী বেয়াড়াপনা - এম এ ওয়াজেদ
অবাধ্যতার স্বেচ্ছাচারী অসভ্য চাষাড়ে মুখগুলো
বিকৃতস্বভাবের উচ্ছৃঙ্খল ঝগড়াটে হিংসাপরায়ণ
আকাশকুসুম বিবর্তনপ্রক্রিয়া অশুদ্ধতার ক্লেদিত মলাট
যে স্রোতবহা নদীগুলো এনে দিতো নির্মলতার পরমানন্দ
জীবনদায়ী অভিব্যক্তির প্রাণসঞ্চারী সংশোধন
জবরদখলের উপদ্রুত নিপীড়নের উত্তরাধিকার
সেই কবে পিষে মেরেছে জীর্ণ দেহের বৃদ্ধ খরগোশ।
মনীষার হার্ডকপি দখল করে নৈরাজ্যবাদী পুঁজিবাদ
অস্তিত্বের ভিকটিম -বেজড অধ্যায়ন
অথবা নৈতিকতার লিগ্যাল ফিলোসফি
সংজ্ঞায়ন করে আত্মসমর্পণের মজুরিদাসত্ব
অ্যানারকিস্ট সেকশনের সায়েন্টিফিক প্রতারণা
বারবার ফিরে আসে জুলিয়ান ক্যালেন্ডারের মুদ্রাহীন দেহে
জর্জ অরওয়েলের অতি কল্পনার "অ্যানিমেল ফার্ম"
অবজ্ঞা করে ধ্বংস-সভ্যতার বেপরোয়া লোভার্ত শকুন।
কুয়াশাচ্ছন্ন সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ
বিভ্রান্তির খুনি বদমেজাজি ফেরিওয়ালা
বেড়ে চলে প্রেতলোকের সমষ্টিগত অস্থিসারপ্রদাহ
বেদনার অন্তর্মুখী অকৃতজ্ঞ সংজ্ঞাহীন অঙ্গীকার
অপ্রত্যয়ী বেয়াড়াপনার অশ্রুপ্লাবিত পদদলিত টোকেন
বিস্রস্ত ভাবোচ্ছ্বাসের প্রাগৈতিহাসিক পরাজয়ে
আজো নিকুঞ্জকাননের দোয়েল পাখিটি দৈবশাসিত।
এম এ ওয়াজেদ
নওগাঁ সদর, নওগাঁ
বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
26-12-2024
-
-