পদাতিক সময় -শেখ মোহাম্মদ হাসানূর কবীর
অদ্ভুত দানব এসেছে শহরে
যে যেভাবে পারছে ছুটছে প্রাণভয়ে-
কুলি-কামিন খেটে খাওয়া মজুর
খেয়াঘাটের মাঝি অফিসের বাবু
ভাসমান পতিতা থেকে লক্ষ্মী গৃহবধূ;
কেউ বাদ পড়েনি বাঁচার এ মিছিলে।
কেবল আমি রয়ে গেলাম অবাক এ শহরে
কেননা আমার দু’পায়ে বাঁধা ঘুঙুরের শব্দ-
পদাতিক সময়
আমাকে চলে যেতে দেবে না এ শহর ছেড়ে।
দানবের তাণ্ডবে বিপর্যস্ত এ শহর
ভীষণ শূন্যতা মাঝে তবু প্রিয়তমা
তোমাকে খুঁজি;
ইট কাঠ কিংবা কংক্রিটের আবরণে ঘেরা চারদেয়াল মাঝে
আমি বহুকাল তোমাকে ভালোবাসতে পারিনি,
বহুকাল আমি প্রথম ফাগুনে
তোমার কালো চুলের খোঁপায় গোঁজে দিতে পারিনি
লাল টকটকে কৃষ্ণচূড়ার ফুল;
এত দেনা রেখে এ শহর ছেড়ে পালাই কি করে বলো?
শেখ মোহাম্মদ হাসানূর কবীর । সাভার, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
13-04-2020
-
-