অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
চুমুর চিহ্ন এঁকে দিবো তোমাদের পায়ে পায়ে - এনাম রাজু

দি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
গাছ ভরে গেছে নিজের মতো করে
পাখি পৃথিবীকে অভয়ারণ্য ভেবে বাসা বেঁধেছে—
বহুদিন পূর্বে পরিত্যক্ত হওয়া ডাস্টবিনে
তবে আমিও নিজের কথা ভাববো
নিজেকে পূর্ণবার ভালোবাসবো পূর্বের চেয়ে ঢের বেশি।

যদি এবার বেঁচে যাই আর টিকে যায় মহৎ পৃথিবী
তবে আর সুসময়ের অপেক্ষা না করে চলে যাবো
সুখপ্রিয়ার কাছে, বলবো গোপন কথাগুলো দ্বিধাহীন ।

যদি বেঁচে থাকি দেখা হবে যার সাথে
সেই হবে আমার  প্রেমিকার মতো পাঠ্য
তাকেই ভালোবাসবো তুমুল আবেগে

যদি এই নির্বাসন থেকে মুক্তি মেলে যুক্তির খেসারত দিয়ে
তবে মানুষ হবো মানুষের তালিম নিয়ে।

যদি বেঁচে থাকি তো আজন্ম চাকর হবো
আর পায়ের তলায় বেঁচে রবো ধুলোর মতো
চুমুর চিহ্ন এঁকে দিবো তোমাদের পায়ে পায়ে।

এনাম রাজু। ঢাকা, বাংলাদেশ