আবারও হাসবো সবাই - সেলিনা শেলি
জানালার কাঁচ দিয়ে চাঁদটাকে দেখে যেন তৃষ্ণা মেটেনা!
মুক্ত বিহঙ্গ হয়ে দেখবো চাঁদ,আতঙ্ক পিছে ফেলে।
চাঁদের আলো ধরে হেঁটে যাবো হেন্সওয়াথ পার্কে,
ফিস্ ফিস্ শব্দে জেগে উঠবে ডেইজি,
কতদিন দেখেনি বলে!
তুমি থাকবে পাশে?
ক্লান্ত দিনের পর ঘুমকাতর ডাহুক, হাঁসেদের শান্তির নিঃশ্বাস শুনবো পাশ দিয়ে হেঁটে।
তুমি মাঝি হলে হেন্সওয়াথ হ্রদে নৌকা বেয়ে যাবো
নিঝুম রাতে দুই পরিযায়ী বেশে,
আকাশ, চাঁদ দুলে যাবে জলের ভেতর,
তুমি আমি দেখবো বসে।
উইপিং উইলেরা হেসে নেবে আমাদের দেখে,
তুমি থাকবে পাশে?
শুকতারা বলে দেবে বিদায়বেলা,
আমরা ফিরে যবো সেই অপরিচিত
অবরুদ্ধের দেশে।
রাতটা কেটে যাবে আমাদের হতাশার কথা বুকে রেখে।
আবার এক সন্ধ্যা এলে অপেক্ষায় থাকবো অবমুক্তির কুপি জ্বেলে বসে।
তুমি থাকবে পাশে?
রাতটা শেষ হবেই
হাসবে নতুন সকাল আবারও হাসবো সবাই।
হাতে মিলাবো হাত,
বুকে মিলাবো বুক এই মহামারি শেষে।
প্রশান্তির নিঃশ্বাসে পৃথিবীও দেখে নেবে
আমাদের চোখে।
সেলিনা শেলি। ইংল্যান্ড
-
ছড়া ও কবিতা
-
22-04-2020
-
-