মাঝে মাঝে অন্য মানুষ - শেখ ফিরোজ
রাস্তার ধারে বসে বিষন্ন বিকেলে-
যে বুভুক্ষু কুকুরটা ঘেউ ঘেউ করেছিল,
তাকে তুমি ইচ্ছে মত প্রহার করলে!
যন্ত্রণাকাতর পা দু'টোকে টেনে হিচড়ে চলে গেল বহুদূর...
রাত্রিতে ফিরে এসেই আবার পাহারায় মত্ত।
এ বাড়ির সবচেয় বয়স্ক মানুষটিকে যেদিন কাফনে জড়ানো হলো-
সমস্ত স্বজনের আহাজারি দেখে নিশ্চুপ বসেছিল উঠোন কোণে।
কী বলেছিল অবলার মনে! জল ঝরেছিল ওর দু' চোখ থেকে।
দেখেছিলে সেদিন?
শিশু কন্যা সীমা যে মৃত মুরগিটি জড়িয়ে ধরে আবেগে কেঁদেছিল-
কান্না দেখে কুকুরটা শুধু চেয়ে চেয়ে কষ্ট গিলেছে।
মৃত মুরগীটা লুফে নিয়ে খাওয়ার সাধ জাগেনি ওর।
তাই বলছি-
সকালে ভাতের থালাটা ওকেই দিও;
ভাতের থালাটা এমন মানুষকেই দিও।
দিব্যি কেটে বলছি, এই চতুষ্পদীটাই মানুষ।
বিশ্বাস করো, ও একটা মানুষ।
আর দোপেয়ে ঐ মানুষগুলো?
শেখ ফিরোজ। বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
23-04-2020
-
-