অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
দালান জাহান এর দু’টি কবিতা

মানুষের ফুল
জলাবদ্ধ মাছের ঘের ভেঙে 
একদিন ফুটবে মানুষের পাতা
তপ্ত দুপুরে চোখ কচলাতে কচলাতে
চকলেটের দোকান ঘরে নিয়ে যাবে
করম আলীর মৃদুল মেয়েটা।
যদি সেদিন পথ অচেনা হয়
যদি সেদিন সিঁদুর ভেঙে না নেমে আসে
প্রিয়তমার ডাগর কালো চোখ
যদি তার সাথে আর দেখা না হয় 
যদি আর কথা না হয় অদেখা প্রেম আমার 
সেই রৌদ্র ডানায় লিখে দিও এই খবর
আবার ঘুরছে মানুষের চাকা 
নড়ে উঠছে চায়ের স্টলের আড্ডা কেতলি 
পৃথিবীর ছাদে আবার ফুটছে মানুষের ফুল
বাতাস আবার চলতে শুরু করেছে 
চিন্তিত পাখিরা গান ধরেছে শাখায় শাখায়
ফজল কারীর ফর্সা মেয়েটা
গতরাতে পালিয়ে গেছে অজানা এক ছেলের সাথে। 

শিরোনামহীন
কে খুব কাছে যায় আগুনের 
জানালায় বন্দি অনুভূতি জ্বালিয়ে 
কথা রাখে অতীত এবং বর্তমানের! 
মৃত্যুর মতো ধ্বংস ও সুন্দরে 
একটু একটু করে জড়ো করে 
জীবনের ভ্যাকসিন! 
শুধু মানুষের অভাবে সৌন্দর্যহীন ফুল
পাখির কল্পনায় নেই আর বারুদের ঘ্রাণ 
দুর্ভিক্ষের সংকেত কাঁধে নিয়ে সুবোধ ছেলেটি 
ঘরের ভেতরে হেঁটে যায় মাইলের পর মাইল
মায়ের পেটে থেকে দেখে অনাগত সন্তান 
পৃথিবীর পা থেকে মাথা পর্যন্ত আজ 
টুকটুক হেঁটে যায় বাবা আজরাইল। 

দালান জাহান। ঢাকা, বাংলাদেশ