গড়বো সবাই আগামীর পৃথিবী - ওয়াজিউল হক শরীফ
এখনও তোমরা করছো স্বার্থের দ্বন্দ্ব হানাহানি
তোমরা কি বোঝনা অতি নিকটেই মৃত্যুর হাতছানি।
এখনও সমাজের বুকে করছো বৈষম্যের বাহাদুরি
পৃথিবীর বুকে হারিয়ে যাবে অহংকারের জারিজুরি।
এখনও তোমরা মত্ত আছো ব্যভিচার পাপাচারে
মায়ার পৃথিবী ছেড়ে সবাইকে যেতে হবে পরপারে।
তোমাদের মাঝেই তৈরী করেছো গজব নামক ব্যভিচার
সবাই কেন করছো সমাজের বুকে সীমাহীন অনাচার?
বৈষম্যের যাঁতাকলে গড়েছো তোমরা মানবের অহংকার
এসো গড়ে তুলি ভালবাসার জয়গানে সাম্যের সমাহার।
পৃথিবীর বুকে আজ ছেয়ে গেছে কালোমেঘের আবরণী
মানবতার ভালবাসায় ধ্বংস হোক জগতের অশুভ গ্লানি।
একদিন অশান্ত বিশ্বের বুকে প্রকৃতি আবার হাসবে
মায়াবী আকর্ষণে সবার হৃদয়ে আনন্দের অশ্রু ঝরবে।
বৈষম্যের দেওয়াল ভেঙে এসো নতুন জীবন গড়ি
মানবতার ভালবাসায় গড়বো সবাই আগামীর পৃথিবী।
অমানিশার আধার শেষে একদিন আসবে আশার আলো
নতুন জীবনের স্বপ্নের জয়গানে থাকবো সবাই ভালো।
অদৃশ্য ঘাতকের কাছে থমকে গেছে পৃথিবীর কোলাহল
আবার আসবে সুখ শান্তি কেটে যাবে অশুভ জঞ্জাল।
বৈষম্য ভুলে সাম্যের জয়গানে আবার আসবো ফিরে
প্রকৃতির বুকে আবার হাসবো থাকব শান্তির নীড়ে।
ওয়াজিউল হক শরীফ। ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
26-04-2020
-
-