বিশ্বাসের নাভিশ্বাস - দেওয়ান সেলিম চৌধুরী
বিশ্বাস মুখের বুলি, অন্তরের নয়
ভাগ্যে গভীর বিশ্বাস, মনে কিন্তু ভয়।
সবাই বলে পৃথিবীতে ভাগ্য নির্ধারিত
এক চুলও নড়িবেনা, চেষ্টা করো যত।
জন্মের পূর্ব হতেই লিখা হয় ললাট লিখন
হয়ত বা বিধাতার ও হাত নেই করিতে খন্ডন।
ঘটে যাওয়া ঘটনায়, মানুষের একমাত্র বলার,
কারো কোন সাধ্য নাই এড়িয়ে চলার।
আশে পাশে জমাট বাধা, মানুষের ভীড়
বলিবে একই বাক্য “পূর্ব থেকে করাছিল স্থির”।
করোনা আসার পর চিত্র হলো ভিন্ন,
যাদের বিশ্বাস বেশী তারাই হলো ছিন্ন।
গভীর বিশ্বাস গুলো, এক মূহুর্ত মাঝে
কোথায় উধাও হলো, আসিলনা কাজে।
বিশ্বাস রহিলনা আর ভাগ্য লিখায়
বুঝে গেলো গোপনে আশ্রয় নেয়াই একমাত্র উপায়
ভুলে গেলো কে কোথায়, আত্মীয় স্বজন,
নিজের মঙ্গল লাগি, পাতিল আসন।
যেমন করেই হোক পেতে হবে বিধাতার মন।
প্রচার করিছে সবাই, যে যত জানে
বাকীরা সব আপন বৃত্তে বসে, প্রাণ দিয়ে মানে।
কেউ বা দিতেছে মন্ত্র, মূত্র করো পান
কি গাভী, কি উষ্ট্র, সমানে সমান।
এত বিশ্বাস দেখেও কি তব, ভাঙ্গে নাই অভিমান
আর কতদিন থাকিবে নীরব, হে শক্তিবান।।
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
28-04-2020
-
-