আগামী দিনের শপথ - গৌর শীল
...“দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়া নাড়া
অবনী বাড়ি আছো?”**
শমন, তোমার চোখে ধূলো ছুঁড়ে
বেঁচে আছি, আজ নয়কো অজানা
পঙ্গপালের সঙ্গে মিলিয়ে হাত
করোনা-বীজ... শূন্যে মেলেছে ডানা
তৈরী যারা আঁধারে মুখ ঢেকে
রক্তবীজের বংশধরের দল --
বক্রনখে কন্ঠনালী চিরে
ফুসফুসেতে ঢালতে হলাহল
অতিমারীর পরাক্রমে-ত্রাসে
বিশ্ব জুড়ে আর্ত হাহাকার
ভুলেই গেছি গুনতে সারি সারি
কফিন কতো দৌড়ে হলাম পার।
দৌড়ে এসে পৌঁছে গেছি ঘরে
শপথ নেবার এই এসেছে ক্ষণ,
বজ্র এবার তৈরী হলেই তবে
সাঙ্গ হবে করোনা-বধ রণ।
মগ্ন যাঁরা বজ্র গড়ার তপে
তাঁদের হাতে সেই দধীচির হাড়,
আনতে হলেও পাতাল কবর খুঁড়ে,
পৌঁছে দেবো… এই সে অঙ্গীকার।
**ঐ লাইন কয়টি শক্তি চট্টোপাধ্যায়ের “অবনী বাড়ি আছো?” থেকে উদ্ধৃত ।
গৌর শীল - অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
04-05-2020
-
-