অটোয়া, সোমবার ৭ জুলাই, ২০২৫
করোনা কথন - কাজী মাসুদ

রোনা বলে-ক্ষেপনাস্ত্র  তুই
কত বড় মারনাস্ত্র?
আমার প্রকোপে বিশ্ব প্রকম্পে
নাই বড় যুদ্ধাস্ত্র!
আমি তো এক অতি ক্ষুদ্র প্রাণ
আমি না কারো ডরাই,
আমি সদা ভেঙে চুরমার করি
অহং বিত্ত বড়াই।
মানিনা একই মাতৃ ভুবনে
বংশ  রাজাধিরাজ,
মানুষে-মানুষে ভাঙি ভেদাভেদ
ধর্ম ভেঙে গড়ি আজ।
কোথায় তোমার মসজিদ মন্দির
প্যাগোডা গীর্জা?
ধান্দাবাজে ভরিছে আজি
দংশিব কলিজা!
যুগে-যুগে আমি গর্জি ভবে
প্লেগ  সার্স  সোয়াইনে,
মানব কর্ম প্রেমেই ধর্ম
সুধায়   স্রস্টা মননে।
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই,
এই সত্য রচিবো আজি
ওহে ধর্ম ভাই।

কাজী মাসুদ। যশোর, বাংলাদেশ