অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
লকডাউন - মুতাকাব্বির মাসুদ

কডাউনে সময় বন্দি অলস কুহকে
সোহাগির কম্পিত ঠোঁটে খেলে মরণের ডর
আর 'বোহেমিয়ান' অবিনাশী 'করোনা'র ঢেউ
তাঁর লতানো শরীরে প্রিজমের মতো উদ্ভিন্ন উরজে খেলে দুর্বিনীত যৌবন
অসূয়ার ঘরে নিথর শরীরের ভাঁজে নিভে গেছে দেউটি
অনাহারী বিবস্ত্র গোধূলির ঝড়ে
আজ আর কেউ তাঁর রাখে না খবর!
আমিও আজ বিবাগী পরিযায়ী মানুষের মতো
অসুখের বাথানে কাটাই সময় কাপালিকের ডেরায় কালোকালো পতিত নষ্ট নক্ষত্র যত ডানা মেলে
রুপোলী অরণ্যের রুগ্ন ডুমুরের ছায়ায়
কী এক নেশার ঘোরে আমিও গোরে যাই
গোর খোঁড়ি অস্পৃশ্য রাতের আঁধারে
আমি দাফন করি প্রচণ্ড অভিরোষে আমারই মগজে
লুকোনো সেই কালোবাজারি অভিযোজিত স্বপ্নের কংকাল!

মুতাকাব্বির মাসুদ। শ্রীমঙ্গল