লকডাউনে সময় বন্দি অলস কুহকেসোহাগির কম্পিত ঠোঁটে খেলে মরণের ডরআর 'বোহেমিয়ান' অবিনাশী 'করোনা'র ঢেউতাঁর লতানো শরীরে প্রিজমের মতো উদ্ভিন্ন উরজে খেলে দুর্বিনীত যৌবনঅসূয়ার ঘরে নিথর শরীরের ভাঁজে নিভে গেছে দেউটিঅনাহারী বিবস্ত্র গোধূলির ঝড়েআজ আর কেউ তাঁর রাখে না খবর!আমিও আজ বিবাগী পরিযায়ী মানুষের মতোঅসুখের বাথানে কাটাই সময় কাপালিকের ডেরায় কালোকালো পতিত নষ্ট নক্ষত্র যত ডানা মেলেরুপোলী অরণ্যের রুগ্ন ডুমুরের ছায়ায়কী এক নেশার ঘোরে আমিও গোরে যাইগোর খোঁড়ি অস্পৃশ্য রাতের আঁধারেআমি দাফন করি প্রচণ্ড অভিরোষে আমারই মগজেলুকোনো সেই কালোবাজারি অভিযোজিত স্বপ্নের কংকাল!মুতাকাব্বির মাসুদ। শ্রীমঙ্গল
Ashram Bengali Magazine, Ottawa