একদিন অস্ত যাবে – বেলাল উদ্দিন
দিন যায়, সপ্তাহ যায়, মাসও যায়
সবাই নির্বোধের মত চেয়ে আছি,
আগামীর স্বপ্নে কবে পাব পরিত্রাণ,
দেশ থেকে দেশান্তর সবাই ভয়াতুর যন্ত্রণায়।
ভাবিনি কখনো হব যে অবরুদ্ধ আঙিনায়,
শারিরীক, মানসিক অনিয়মের বেড়াজালে,
নিশ্চল যোগাযোগের অবিরাম বন্দিশালায়,
কাটে না সময় যেন দীর্ঘ এক পথযাত্রা।
অলস দিন পার করছি একা একা নির্বাসনে,
প্রায়শই খবর রাখছি প্রযুক্তির কল্যাণে,
স্বজন বন্ধু-বান্ধব আছে যারা দূরবিদেশে,
চাই না শুনতে কোন দুঃসংবাদ ক্রান্তিকালে।
এমন এক বিপর্যয় দেখছে বিশ্ববাসী এ ধরায়,
আপনজন চলে গেলেও ধারে কাছে যেতে মানা,
শুধু কি তাই, আছে নিয়মের আরো বাহানা,
মানবিক মূল্যবোধের হচ্ছে কৃত্রিম ঘাটতি,
আপন মনে আফসোস করে কাটায় দিবারাত্রি।
প্রতিদিন সূর্য উঠে আবার অস্ত যায়,
সৃষ্টির আদি থেকে অনাদিকাল চলবে এ রীতি,
হে বিধাতা, দিয়েছো এমন এক মহামারী,
তোমার লীলা বুঝি না মানবকুল,
তবে কি থামবে না মহামারীর ধ্বংসলীলা,
আশায় কি থাকবো না একদিন অস্ত যাবে।
বেলাল উদ্দিন। সিলেট, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
16-05-2020
-
-