আমি এবং আমার ভালোবাসার আত্মহনন – ফরিদ তালুকদার
তোর চোখের কোণে জল
বুকের কাঠগড়ায় আনত মস্তকে দাঁড়িয়ে এক খুনি
আর আমি সিগারেটের ঠোঙার ফয়েলে নৌকা বানাই…
তার নীচে দেয়া উত্তাপের ধোঁয়া ফুসফুসে টেনে নিয়ে,
আকাশের পথে অনবরত গুড়িয়ে দেই স্বপ্নের বুদবুদ
আমি দেখি আমার শৈশব এখনো হামাগুড়ি খায়
আমার কৈশোর গুড়িয়ে যায় সভ্যতার কালো চাকায়
আমার যৌবন পড়ে থাকে তপ্ত উনুনের বিছানায়
আমি আর উঠে দাঁড়াতে পারিনা…!
তোর বুকের কাঠগড়ায় আনত মস্তকে পড়ে থাকে এক খুনি
ভুলের ফসল আমার এই জন্মের মতো
ইতিহাস গুলোকে একদিন আমি সত্যি ভেবেছিলাম
শিল্পীর নিপুণ হাতে একটু একটু করে,
আমার এই আত্মহননের মতোই আমি সত্যি ভেবেছিলাম
বুকের নিঃশব্দ ক্রুদ্ধতার কাছে খুন হওয়া,
আমার ভালোবাসার মতোই সত্যি ভেবেছিলাম
যেভাবে
ঈশ্বর এবং দেবতাদের মহত্ত্বকে সত্যি ভেবে
একদিন আমি তাদের পায়ের কাছে আনুভূমিক হয়েছিলাম
তোর বুকের ক্ষরণে নিরন্তর ধুয়ে যায় এক খুনির দেহ
আর…
এলুমিনিয়ামের নৌকায় ওঠা ধোঁয়ার নিঃশ্বাস টেনে টেনে
মৃত স্বপ্নের দেহ গুলোতে আমি সৎকারের ধুপ জ্বেলে যাই অবিরত
এই ভুল ইতিহাসের পাতা গুলোকে পুড়িয়ে পুড়িয়ে
চন্ডালিকা প্রবাহের মতো ধাবমান…
এই মানবতার জয়গানের আমি মুখাগ্নি করে যাই অবিরত
আমি আমাদের শ্রেষ্ঠত্বের জয়গানের মুখাগ্নি করে যাই
সত্যের মুখোমুখি দাঁড়াতে ব্যর্থ
আমি কেবল আমার এই কাপুরষতারই মুখাগ্নি করে যাই…
বিরানার মতোই শুকিয়ে যাচ্ছে তোর চোখের সাগর
আমি দেখি সেখানে জ্বলছে সর্বগ্রাসী আগুন
আমার আত্মহননের পথ করে করে আমি স্পর্শ করি সেই আগুন
আমি স্পর্শ করি আমার ভালোবাসা,
আমি স্পর্শ করি আমাদের ভালোবাসা
সায়ানাইড বিষের মতো আমি বুকে টেনে নেই সেই ভালোবাসা
সম্পূর্ণ নক্ষত্রহীন একটা আকাশ দেখবো বলে
রাতের পর রাত পলকহীন আমি জেগে থাকি সেই বিরানায়
আমি পান করি ক্লান্তি
অলীক আলোর এই উচ্ছ্বাস থেকে নিজেকে গুটিয়ে নিতে
আমি পান করি ক্লান্তি
আমি হাঁটতে থাকি আঁধারের যোনিপথ ধরে
আকাশের শরীর থেকে চুইয়ে পড়া
শতাব্দী প্রাচীন ক্লান্তি গুলোকে গায়ে মেখে নিতে
অবিরাম আমি খুঁড়তে থাকি অবিনাশী আঁধারের পথ
একের পর এক রক্তাক্ত দেবাসন গুলোকে পিছনে ফেলে
আমি এগোতে থাকি এক সর্বনাশ থেকে আর এক সর্বনাশার দিকে
আমার জন্মের ভুল পথ ধরে
আমাদের ভালোবাসার ভুল পথ ধরে
এই ইতিহাসের ভুল পথ ধরে…
রক্তাক্ত পায়ে আমি এগোতেই থাকি…
আর…
হেমলকের মতো আমি পান করতে থাকি
আমাদের ভালোবাসার বিষ
জীবনকে ভালোবাসার বিষ…!!
ফরিদ তালুকদার। টরন্টো, কানাডা
-
ছড়া ও কবিতা
-
21-05-2020
-
-