তুমি কার – দেওয়ান সেলিম চৌধুরী
বিধাতার প্রয়োজন ছিল আরশে বসার
তোমার প্রয়োজন জীবন্ত খাঁচার,
তাইতো তুমিও বিধাতার মত নিরাকার
হে আত্মা তুমি কার, আমার না বিধাতার?
যদি হও বিধাতার, তোমার নেই কোন বিচার।
কারন মানুষের মত নিজস্বতা নেই তোমার।
ভাল মন্দ তোমার কাছে সবই একাকার।
যাকে ঘিরে আশ্রয় তারও করোনা কোন উপকার।
তোমার কাজকি শুধু অর্থহীন আসা আর যাওয়া,
মুক্তির মূহুর্ত গুনে উর্ধ্বপানে চাওয়া?
আর যদি হও একান্তই আমার
যখন সময় আসিবে উর্ধ্বপানে ছুটিবার
বেদনায় কি আচ্ছন্ন হবেনা তুমি,
এতদিনের ফেলে যাওয়া এক্কান্ন সংসার?
খাঁচার মাঝে বাস করেও, হইলেনা খাঁচার
বিবেকহীন আত্মা তুমি, সৃষ্টি বিধাতার।
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
22-05-2020
-
-