অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে দু’টি ছড়া - আবু আফজাল সালেহ

নজরুল
মিষ্টি সুরে গানের গলা
গানের পাখি বুলবুল
নিজের গানে সুর লাগিয়ে
গেয়ে যেতেন নজরুল।
গানের কবির মিষ্টি সুরে
ব্যাকুল করে তোলে
ক্লান্তি-জরা ভুলে গিয়ে
মন নাচিয়ে দোলে।
গানের সুরে খোকাখুকি
ঘুমায় মায়ের কাঁখে
দিনে-রাতে কলকলিয়ে
মাতাল করে রাখে।

কবি নজরুল
বাবরি চুলে বাঁশি মুখে
লোকটা যেন কে সে?
বিদ্রোহী সুর অগ্নিঝরে
অন্যায় গিয়ে ভেসে!
অন্যায় জুলুম নিপীড়িত
কলম ধরে পক্ষে
মিটিং মিছিল প্রতিবাদে
বের হয়ে যায় কক্ষে!
লেটোর দলে শ্লোগান যুদ্ধে
দাঁড়িয়ে যায় কোন ব্যক্তি?
দুঃখভরা জীবন নিয়ে
কোথায় পায় সেই শক্তি!
প্রেম-বিদ্রোহ গল্প লেখেন
গান কবিতার বুলবুল
চুরুলিয়ায় জন্ম নিলেন
তিনি কবি নজরুল!

আবু আফজাল সালেহ। চুয়াডাঙ্গা, বাংলাদেশ