অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
অস্পষ্ট তুমি – দেওয়ান সেলিম চৌধুরী

ন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আছে একসাথে
সবাই চলিছে তারা নিজ কক্ষপথে।
কেহই ছোটেনা হেথা নিজ ইচ্ছা মতে,
যেন তোমার আদেশটুকু নিল মাথা পেতে।
বিন্দুর চেয়েও ছোট্ট প্রানী তাকেও সৃষ্টি করে
মিটাইছ প্রানের দাবী ছোট্ট শরীর জুড়ে।
যেদিকে তাকাই, নিজেকে হারাই
ভেবে ভেবে কূল নাহি পাই।
এত সুন্দর সৃষ্টি তোমার, নিখুত প্রকৃতি
শুধু ধর্ম্ম আনিতে কেন এত দূর্গতি?
মানুষের কল্যাণ ভেবে রচিলে গ্রন্থ চারখানি
সেখানেও অস্পষ্ট তুমি, শুধু স্বার্থেরই হাতছানি।
দুয়ারে দুয়ারে ফিরিছে পূজারী, করে তব জয়গান
কোথাও তোমাকে করে নাই বড়, করিয়াছে শুধু ম্লান।
ভয়, ভীতি, লোভ, ফেলিয়া টোপ, টানিছে তোমার পানে,
আর কোনদিন তোমার তুমিকে পাবো কিনা কে জানে?

দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা