অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
পরম্পরা – ফরিদ তালুকদার

ষাঢ়ের সিক্ত আকুতি ঝরে পড়ে ধূসর প্রস্তরে
জল ভেজা কুন্তলে বিরামহীন শুনি বেহুলার ক্রন্দন
চৈত্রের নিদারুণ খরায় তবু নিয়ত করে যাই কর্ষণ
জীবনের পরম্পরায় পাইনি কখনো তেষ্টার জল

ফুলমতির দিল পেতে হয়েছি রাতের সিঁধচোর
নর্দমার জঞ্জালে হাতরাই জীবনের শান
জঠরের ভ্রুণ নিয়ে খেলা করে পৈশাচিক সভ্যতা
আপন শুদ্ধতা পোড়াই উন্মাদ শ্মশানের উল্লাসে
কিশোরীর ধর্ষণ কাব্য লেখে ঈশ্বরের আমল নামা

মাছেদের স্বপ্ন মরে যায় বিষাক্ত বালুচরে..,
অরণ্যেরা আকুল ব্যাথায়
গলিত শবের সুরতহাল হয় কীটের অবিনাশী ক্ষুধায়
সন্ধ্যার নিঃসঙ্গ বেদীতে কাঁদে পচনের মৌ মৌ বাতাস
মহামতি আখ্যা নিয়ে বেশ..
তবুও এগিয়ে যায় এক নির্লজ্জ  সমাজ..!

আমার রক্তে ঘুণ, শোকার্ত নই..
মানুষ ছিলাম না কোনদিন
সভ্যতার বাঁকে বাঁকে হয়ে গেছি কেবল
নিজেরই চিতার একমুঠো জ্বলন্ত কাঠ

মানুষের উনুনে মানুষেরই ঝলসানো দেহে
তোমরা যখন লিখে যাও
তোমাদেরই শ্রেষ্ঠত্বের জয়গান..!!

ফরিদ তালুকদার। টরোন্টো, কানাডা