অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
হবেনা পাপ মাপ - সেলিনা শেলি

ঝুম ঝুমা ঝুম বৃষ্টিদিনে 
কেঁচোরা সব উঠে,
লপলপিয়ে হাঁসেরা সব 
কেঁচোদের নেয় লুটে।

ব্যাঙের মাথায় ছাতা দিয়ে 
দৃশ্যটা সে দেখে,
হঠাৎ করে অজগরটি 
আসলো ধীরে বেকে।

বুঝে ওঠার আগেই ব্যাঙের 
হলো জীবনপাত,
অজগর তাই স্বস্তি নিয়ে 
হলেন একটু কাত।

বাড়ির মালিক দেখে বলেন 
কইরে সবাই আয়,
পাইছি আজ সাপ বেটারে 
এখন কোথায় যায়!

মালিক তাই মহা খুশি 
অজগরটি মেরে,
দু'দিন পর আজরাইল তাঁর 
নিলেন প্রাণটি কেড়ে।

স্তরে স্তরে এমন খেলা
চলছে হরহামেশা,
কেউবা হাসে কেউবা কাঁদে 
কেউ দেখে তামাশা!

সমাজে আছে এমন অনেক
হাঁস, কেঁচো, ব্যাঙ সাপ, 
যতই করো লুকোচুরি 
হবেনা পাপ মাপ!  

সেলিনা শেলি। যুক্তরাজ্য