অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বর্ণবাদ - কাজী মাসুদ

সাদা কালো জগতের আলো
কিসের বর্ণবাদ?
সাদা-কালোয় গড়েছে আলয়
হঠাও হিংস বাদ।
ওহে মানুষ! গড়েছো ফানুস!
ভেদিয়ে মানব কুল,
স্রস্টা নাহি গড়েছেন শাহী
ছেদিয়ে মানব মূল।
কিসের অহং? যপিছো স্বয়ং!
ওহে ধলা ভাই,
জীবন তবু ক্ষমেনি কভু
ধসিবে সর্ব হায়!
রক্ত লালে জন্মিছে সকলে
চিত্ত সাদা নাই,
হানো দূর্গ ভাঙো মুর্খ
শাসিবে জগত সাঁই।
সভ্য ভূষণে নগ্ন পোষণে
ধাবিছে এ সভ্যতা,
বিদ্বান-বিদূষী দূরিছে মনীষী
পুষিছে কু-অজ্ঞতা।
মানব মর্ম আসল ধর্ম
সাধনে প্রভূ কয়,
নহে বর্ণ নহে স্বর্ণ
ভজনে স্বর্গ হয়।
মানুষের তরে মানুষই গড়ে
স্বর্গ-নরক জরা,
এই সত্য রচিছে মর্ত্য
বহিছে জগত ধারা।
ওহে ধলা ওহে কালা
ওহে ধর্ম ভাই,
মানুষের ন্যায় বড় কিছু নাই!
গাহিছেন বিধাতায়।

কাজী মাসুদ। যশোর, বাংলাদেশ