মানুষেরই জয় হবে - রফিকুল নাজিম
শপথ মানুষের
শপথ মনুষ্যত্বের
নির্যাতিত নিষ্পেষিত আহত আত্মার নালিশের
অবেলায় কুঁড়িতেই ঝরে যাওয়া সুবাসিত ফুলের
শপথ গোলাবারুদে ঠাসা দূষিত বাতাসের।
ঠেকে যাওয়া, ঠকে যাওয়া মানুষের চোখের জলের
মানুষের শরীর থেকে ফোঁটায় ফোঁটায় গড়িয়ে পড়া রক্তের
পদ্মা গঙ্গা থেকে আটলান্টিকের বিষাক্ত জল ও মাছের।
শপথ মানুষের
শপথ মনুষ্যত্বের
খাদ্যের অভাবে কঙ্গোর জীবন্ত কঙ্কাল শিশুদের,
সিরিয়ার সেই মানুষগুলোর;স্প্লিন্টারে ক্ষতবিক্ষত শরীরের
পৃথিবীর হৃদপিণ্ডে দাউদাউ করে জ্বলা আগুনের;আমাজনের
লোভী হায়েনার জিহ্বায় মানুষের তাজা রক্তের দাগের
বাসে-ট্রেনে,পরিত্যক্ত বাড়ি কিংবা ঘরে ধর্ষিতার যোনির
ডাস্টবিনে দলা পাকানো মাংসপিণ্ড, দেবশিশুর বা ভ্রুণের!
শপথ মানুষের
শপথ মনুষ্যত্বের
এইবার সশস্ত্র বাহিনীর সবগুলো কালো বুট খুলে যাবে
উপনিবেশবাদের নীল রোডম্যাপ হবে শিশুতোষ ছড়ার বই
তাজা বুলেটগুলো হয়ে যাবে শিশুদের হাতে রং পেন্সিল
ফুলের আঘাতে বিধ্বস্ত হবে অহংবোধের রাজপ্রাসাদ!
এইবার মুখোশের আড়াল জন্তুরা প্রাণভয়ে লুকাবে জঙ্গলে
বনেও এইবার সাম্য এবং নায্যতার সুষম বন্টন হবে খুব।
শপথ সমতার; সত্যের
শপথ সুন্দরের; প্রেমের
অমানুষগুলো করজোড়ে ক্ষমা চাইবে মানুষগুলোর কাছে
এইবার অধর্মরা মনোযোগ দিবে নিজ নিজ ধর্মীয় আচারে
বকধার্মিকরা একমনে সতত স্রষ্টার জিকির করবে
মনুষ্যত্বের তসবিহ গুনবে সর্বধর্মীয় পুঁজিপতি বেনিয়ারা
এইবার লাল নিশান পতপত করে ওড়বে আকাশে বাতাসে
মুষ্টিবদ্ধ হাতগুলো ঢেউ তুলবে এই রাজ্য থেকে ঐ সাম্রাজ্যে।
শপথ মানুষের
শপথ বিপ্লবের; লাল নিশানের
শপথ স্বপ্নের; জাগ্রত চোখের
শপথ শ্লোগানের; মুখরিত রাজপথের।
কমরেড,
এইবার গণমানুষের জয় হবেই হবে।
রফিকুল নাজিম। নরসিংদী, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
07-06-2020
-
-