নীম গাছ - দেওয়ান সেলিম চৌধুরী
অযত্নে অবহেলায় দাঁড়িয়ে আছ উঠোনের মাঝে
নিজেকে দিয়েছ উজাড় করে মানুষের কাজে
মানুষ তোমায় খুঁজে তার প্রয়োজনে
সব শেষে, অবশেষে রাখে কিনা মনে।
তোমার যা কিছু আছে, মানুষের প্রয়োজন
তোমার স্নিগ্ধ ছায়া, সেও বড় ধন।
যারা আসে তব কাছে, একটাই কাজ
কবিতো নয় তারা, শুধু কবিরাজ।
তাই তোমার সৌন্দর্য্যের নাহি কোন দাম
শুধু তোমাকেই ব্যবহার করে, কুড়াইছে নাম।
যে যার পারে, ব্যবসা করে তোমাকে নিয়ে
তুমিতো নির্বিকার সব কিছু দিয়ে।
একদিন কবি এক দেখে তব সাজ
মুগ্ধ হয়ে দাঁড়িয়েছিল, ভুলে সব কাজ।
হৃদয়ের সমস্ত অর্ঘ্য ঢেলেছিল চরণে আনি
তোমার ইচ্ছা হলো লহ তারে হৃদয়ে টানি
চারিদিকে আনন্দ এলো, এলো তব প্রানে
তবুও পারনি যেতে শেখরের টানে।
হে বিধাতা আমরা যারা এই ধরণীতে
কবিত্ব হারিয়ে হয়ে গেছি শুধু কবিরাজ
ভুলে গেছি তোমার সৌন্দর্য্যটুকু আজ
তোমার মহিমা গাওয়া, সেও যেন স্বার্থের কাজ
মানুষ ভুলে গেছে, কোনপথে চলিতেছে আজ।
আর কোনদিন আসিবে কি রাবেয়া অথবা মনসুর হাল্লাজ?
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
08-06-2020
-
-