অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
রাকিবুল হাসান রাকিব-র দু’টি কবিতা

হে নজরুল তোমাকেই সালাম 
হে নজরুল! তোমাকে সালাম;
তুমি কিংবদন্তি; তুমি কবি; তোমাকে প্রণাম।। 
তুমি অগ্নি; তুমি ঘূর্ণিঝড়; তুমি নদীর উত্তাল ঢেউ!
তুমি বীর, তুমি উত্তম, তুমি কালপুরুষ, নয় আর কেউ।। 

তুমি লিখেছ রণসংগীত, শিখিয়েছ তুমি,
যেই রণ সংগীত পড়ে, আমার ভয় কেটে যায়।। 
যেই আমি একজন সৈনিকের মতো হয়ে যায়। 
সাহসী বীরের মতো যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়।। 

তুমি লিখেছ বিদ্রোহী কবিতা উন্নত-মম শির।
সেই কবিতা পড়ে; মনে হয় আমি শ্রেষ্ঠবীর।।
যেই সেই বিদ্রোহী কবিতা পড়েছে, সেই জানে।
তার ভেতর কিসের মহা প্রলয় সৃষ্টি করে।।

ঘুম এলো, চলে গেল, ফিরে এলো না!
যদি কেউ আসে নিশি রাতে; দেখা দিয়ে চলে যায়। 
দেখা দিলো তবেই; বটে-ধরা দিলোনা পালিয়ে যায়।। 
জানি আমি! চোখের ঘুম কেঁড়ে নিলে তবে ঘুমাতে দিলনা। 
ধরে নাও তবে, ঘুমাওনি তুমি, তাই তোমাকে ঘুমাতে দিলনা।।

যদি কেউ এসে, নিশি রাতে ধরা দিল, তবে দেখা দিলনা।
ঘুম ভেঙে উঠে; তুমি আঁধারে তাকে খুঁজতে যেওনা।। 
তাকে যদি খুঁজো তবে মাঝরাতে; দিবে দেখা-
সে দেখা দিবে তবে; তোমাকে সে ধরা দিবেনা।।

যদি নিশি রাতে কেউ এসে বলে, ভালোবাসো মোরে!
তোমার ঘুম ভেঙে যাবে, তুমি ঘুম হারাবে নিশি রাতে!!
চলে যাবে ঘুম, ফিরবে না আর ঘুম তোমার কাছে-
নিশি রাতে ঘুম হারাবে, প্রেম যাবে বয়ে, তোমাকে রেখে।। 

যদি নিশি রাতে কেউ এসে বলে, চলো পালিয়ে যায়। 
যদি পালিয়ে যাও তবে, পথ হারাবে তোমায়।।
ঘুম ভেঙে দিবে তবে, ঘুমাতে দেবেনা তোমায়।
যদি ঘুমিয়ে যাও তবে, জাগাবেনা আর তোমায়।।

রাকিবুল হাসান রাকিব। চট্টগ্রাম, বাংলাদেশ