অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
মনটা-ই আসল - মুতাকাব্বির মাসুদ

সলে মনটাই আসল
বেঁচে থাকার সোলার প্যানেল
অজানা শংকার ভেতর অনন্ত প্রহর
গুনেগুনে যায়
মরণে দহনে জ্বলনে টিকে থেকে
লড়াই করার সাহস যোগায়
বুকের ভেতর
বিধ্বস্ত নগর
জীবন যদি তার পথ হারায়
হাত ধরে তার বাঁচতে শেখায়
মনের জোর তুফানঘরেও
নন্দ সুখের স্বপ্ন দেখায়
আসলে মনটাই আসল
অতল নিতল দিঘির জল ছলছল
ভোরের চোখে রোদমাখা জল- স্বপ্ন কাজল
সাগর বুকে ঢেউ-লোনাজল
তবুও জীবন হাসে- শিশির ঘাসে
বুকের ভেতর দহন অনল
জানতে চায়না কেউ মনটা-ই আসল
বেঁচে থাকার সোলার প্যানেল
এই মনটাই আসল!

মুতাকাব্বির মাসুদ। শ্রীমঙ্গল, বাংলাদেশ