অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
বয়সী দূরন্তঃপনা - সিরাজুল ইসলাম

তদিন যে নক্ষত্রআলোয় এক্কাদোক্কা খেলা হয়না
এক্কা-দোক্কা খেলা হয়না, আমার মেয়েটার সাথে-
এক্কাদোক্কা খেলা হয়না আর ছেলেবেলার মায়ের কোলে!

কচি ধঞ্চে বন, চিরল পাতার বাবলাগাছ
নিটোল দীঘির কাজল কালো জল, ঘোষেদের পুকুরপাড়
প্রগাঢ় ভালোবাসা নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকে কাঁঠফাটা রোদ্দুরে
ছুঁয়ে দেখার মতন এখন আর সময় হয়না আমার।

দূরন্তঃগতিতে ছুটে চলা ট্রেনের জানালা দিয়ে
সবুজ পাতার পাটক্ষেত দেখে মনে হয় সেই কিশোর দিন।
ছলাৎ ছলাৎ নববর্ষার উজানের জল, আহা!
প্রথম ভালোলাগার শিহরীত মন-
ভালোবাসার অপমৃত্যু, ভালোকরে বোঝার আগেই।

ক'দিন পার হলেই, ছোট্টমেয়েটা আমার-
ফ্রক ছেড়ে স্যালোয়ার-কামিজ পরবে।
বয়সী দূরন্তঃপনায় আগের মতন যখন তখন
আমার বুকের ছত্রিশ ইঞ্চি জমিনে ঝাঁপিয়ে পড়বে না!

লজ্জায়-সংকোচে নিজেকে গুটিয়ে ও এখন দূরে সরে থাকে-
যেভাবে জলধী সরতে সরতে বসুধা-কে মরু বানিয়ে দেয়!

সিরাজুল ইসলাম। পাবনা,বাংলাদেশ