দেশ - অনিকেত মহাপাত্র
আবেগের তারায় তারায় জ্বলে
মন্ডনের স্বর্ণ প্রতীক্ষা,
মাটি তো মাটিই থাকে
এতো ভারী, মনন সমুদ্রের ঢেউয়ে
ডোবে না, আমৃত্যু আছাড় দিতে
অক্ষম তীব্র চোরা স্রোত
প্রপেলারের ঝাপটা, মহাদেশ লুপ্ত
ঘ্রাণ চিনে প্রাগুক্ত ভাষায়
গামারিয়া ছাঁদে ধুনে বটোরিয়া গান
নির্মিত ভেরেণ্ডার ধর্ম
পড়িয়াচাতে গিয়ে জিরোনো, অভিপ্রায়
মাথা নাড়ে, বিদঘুটে প্রবাসী হেলায়
লাপসা বিলে'তে ডোবে শেষ আলো
স্বর্ণ আর শঙ্কর ভরাট হয়ে
সবুজ সাগর দইমহুনা তীরে
বরিদা-বর্তনা অমোঘ অর্বাচীন
দেশে দেশে দেশ গড়ে
চিত্তবৃত্তি জমে জমে চিদসাগর
প্রথম মোচড়, শ্বেত উপত্যকা
তামাটে অতীত উচ্চকিত, লগ্নজিত
শেষ সাগরেতে.....
অনিকেত মহাপাত্র। কলকাতা
-
ছড়া ও কবিতা
-
10-06-2020
-
-