ইস্তফা - নির্মল ভৌমিক
রোজ স্বপ্ন দেখি,
লালন করি মনের আশা
অনাথ কিশোরীর হাতে
থাকবে না আর শূন্যের ঝুলা!
রোজ স্বপ্ন দেখি,
হাড্ডিসার কঙ্কাল দেহে
অভাব তাড়নায় ক্ষুধার কামড়ে
অসহায় কাতরাবে না বৃদ্ধ-বৃদ্ধা!
রোজ স্বপ্ন দেখি,
পুষ্টি সমৃদ্ধ মাতৃস্তনে
অবুঝ শিশু মিটাবে তার তৃষা
দূর হবে সকল গ্লানি,সকল জরা!
রোজ স্বপ্ন দেখি,
বিধ্বস্ত বস্তিগুলো হয়েছে শান্তিসংঘ
কেউ করছে না আর আর্তনাদ
উন্নয়ন জেয়ারে সবাই পরিতৃপ্ত!
রোজ স্বপ্ন দেখি,
নেই কোনো খাণ্ডবদাহন
নেই কোনো বিষাদ অশ্রু বিসর্জন
আনন্দে আপ্লুত সবাই প্রিয়জন!
রোজ স্বপ্ন দেখি,
নেতারা ছেড়ে দিয়েছে
ভণ্ড জনসেবার প্রতিযোগিতা
বুকে সম্মানী স্বাধীনতার প্রেরণা!
রোজ স্বপ্ন দেখি,
ললনারা নয় আর লিপ্সিত লালসা
পুরুষগুলো হয়েছে সুপুরুষ
নারী পুরুষের দ্বৈত জীবনে উৎসব উদ্দীপনা!
রোজ স্বপ্ন দেখি,
সমাজের লাঞ্চিত মানুষগুলোও
পেয়েছে জীবনের অভূত মূল্য
হীনতা বাজেয়াপ্ত,স্বাধীনতা অনন্ত!
রোজ স্বপ্ন দেখি,
মানুষে মানুষে ভালোবাসাময় পৃথিবী
দিগ্বিদিক হচ্ছে ধ্বনি-প্রতিধ্বনি
শান্তির অমিয় বাণীতে সবাই একশ্রেণী!
রোজ স্বপ্ন দেখি,
স্বর্গীয় ফুলে ফুলে
ভরে উঠেছে বসুন্ধরা
চিরতরে বর্ণবৈষম্য হয়েছে ইস্তফা!
রোজ স্বপ্ন দেখি,
পৃথিবীতে নেই আর হিংস্র দামামা
মানুষের মানবিক চেতনা
পেয়েছে অক্ষয় উর্বরতা!
রোজ স্বপ্ন দেখি,
পবিত্র গঙ্গাজলে
স্নান সেরে
মানুষ করছে মনুষ্যত্বের পূজা!
রোজ স্বপ্ন দেখি,
চেতনার মরমে মানবতার গান
হয়েছে গাঁথা
আর
নিন্দাতুর জিন্দাবাদের হয়েছে ইস্তফা!
নির্মল ভৌমিক। নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
-
ছড়া ও কবিতা
-
10-06-2020
-
-