অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
নৈঋত - এইচ ইমন

মেঘে মেঘে সৌন্দর্য গড়ে নৈঋত 
ডালিম ফুলের রঙে নিভে ক্ষত আলো  
তুমি উড়ে এসো সভ্য কালো মেঘ পেরিয়ে 
সাদা পাহাড়ের ঘাসের শিশির ভেজা অন্ধকারে
মেঘ পেরিয়ে ধরো নীল উড়াইয়া দেও যত অস্তিত্বহীন 
ঝাঁকে ঝাঁকে  দ্বিধায় ফেলে বিষণ্ণ শাকিল টিয়া বাদুড়
ডানা ভাঙা কাক উড়ে কত উপেক্ষিত ডালে ডালে
ঘুড়ির সাথে মানুষ উড়ে পোষাকী বন্দুক নলে
শৈশবের পাখা আটকে থাকে শহরের জালে
টবে সভ্য-গাছ বাড়ে বিষাক্ত ধোঁয়াতে
স্মৃতিতে হাঁটে সিদ্ধ ধানের গন্ধ ভরা উঠান 
রোদ পড়ে বাঁশির সুরে মায়ের হাতে কাঁচা আম
চড়ুই নাচে কিশোরীর রঙে  কাঁচা খড়ের ছদ্মবেশে
কামরাঙার সাদা নাকফুল উড়ে গরম বাতাসে 
জারুলের বেগুনী রঙ ফুটে প্রলয়ের  রাতে
তন্ত্রমন্ত্র ফুরিয়েছে বিজলির অসময়ের চমকে 
তুমি উঠে আসো বন্ধু হিসেবের ভুল ফেলে আপন নয়নে
মুক্তি দাও মুক্তি নাও কাঁধে কাঁধে সারি মিলাও এই বিভীষিকায়
ডাল-পাতা-ফুল এর মতো দূরত্ব রেখে এক হও প্রতিটি আত্মাতে সত্তাতে
বৈপরীত্য  টানাপোড়ন ভুলে  মাথা  তুলো  ইতিহাস ঐতিহ্য  সংস্কৃতি জেনে নিজস্বতার। 

এইচ ইমন। সাভার, ঢাকা