সর্বশ্রেষ্ঠ প্রানী - দেওয়ান সেলিম চৌধুরী
বিধাতা বলে হে মানব, প্রস্তুত হও ধীরে ধীরে
আসিবে ফিরে তব নীড়ে, মহামানবের ভীড়ে।
তবে ভালোবাসা নিয়ে আসিও এখানে,
ভয়ে ভীত হয়ে নয়
তোমার হারানো জগত খানি, করিয়া লইতে জয়।
ভয়ে ভীত মন, দেখে দুঃস্বপন
এ আমার কাম্য নয়
আমার সৃষ্টির শ্রেষ্ঠ প্রানী
কেন আমাকে করিবে ভয়?
আমার কর্ম আমার ধর্ম্ম সৃষ্টিকে ভালোবাসা
তাইতো আমি সৃষ্টির কাছে করিনি কিছু আশা।
তুমি কেন তবে অজানা ভয়ে রয়েছ কোণঠাসা?
কোনও সৃষ্টিকে হেয় মনে করে, ফিরিয়ে নেইনি মুখ
আমার সৃষ্টির আনন্দ আমাকে দেয় যে অনেক সুখ
তোমার হৃদয়ে আমার লাগি যতটুকু সঞ্চয়
ভালোবাসা আমি দেখিনি কোথাও, দেখেছি শুধু ভয়।
তোমার ভয়, মোর পরাজয়, এ যে বিধাতার লাগি গ্লানি
আমাকে নিয়ে এত নীচু কথা, কেন নিলে তুমি মানি
তোমাকে তো গড়েছিনু সর্বশ্রেষ্ঠ প্রানী?
দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
14-06-2020
-
-