নিশীথ চাঁদ - কাজী মাসুদ
আজো নিশীথে জাগে চাঁদ;
বুকে তার মহাকালের-
বিদর্ভ ঘটনা প্রবাহ।
অগণন বিনম্র, বিদগ্ধ রজনী করেছে পার!
সংগ্রামী বিবর্ণ আদিমতা,
অগ্রণি সুবর্ণ সভ্যতা,
সভ্যতার কারুকার্যে চারুতা, বর্বরতা।
অবতারের নিগুঢ় ঐশ প্রণয় ;
যিশুর ক্রুশবিদ্ধ রক্তরাত!
ফারাও'র অহংশৃঙ্গের তর্জন।
সক্রেটিসের শুভ্র সাধনে-
উম্মত্ত হেমলকের নীল দংশন।
প্লাবিত কেশে-
রুপদেবী সাবার রাণীর চন্দ্র স্নান;
কৃষ্ণ বাঁশরীতে -
প্রেমদেবী রাধার ঐশীলীলা।
সুরা'র পেয়ালায় গোলাপি চুম্বনে-
স্বর্ণকেশী নীল নয়নাদের-
ঝুমুর ঝড়ের আরব্য রজনী।
ক্লিওপেট্রা 'র রুপ লীলায়-
নেশাক্ত অজস্র নিশীনৃত্য;
মসলিন মসৃণে মুঘলের নৈশ বিলাস।
ক্লান্ত নীড় চোখে-
বনলতা সেনের অবিশ্রান্ত মৌন রাত;
জুলফি পরশে, জোছনা প্রপাতে-
প্রেয়সীর অভিমানী মাধবী;
সাথী হারা নীলাঞ্জনার নির্ঘুম নীলিমা।
খোকা ফিরবে আশায়-
অশ্রুসজল মায়ের-
বিমর্ষ তারার পানে চেয়ে থাকা;
বুভুক্ষু শিশুর ধিকৃত সভ্যতার-
ঘৃণিত সজ্জা-রাত।
এভাবে-
আলো-আঁধারী'র রঙ্গমঞ্চে
তুমি জাগিছো রোমাঞ্চে
হে! নিশীথ চাঁদ।
কাজী মাসুদ। যশোর,বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
15-06-2020
-
-