অটোয়া, মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৫
মমতার ছায়া - ওয়াজিউল হক শরীফ

মায়ের স্নেহশীল আঁচল জুড়ে ছিল মমতার ছায়া 
পরম আদর স্নেহের পরশে ছিল তার ভালবাসার মায়া।

প্রকৃতির নিয়মে আজ তুমি শুধুই নিরব প্রতিচ্ছবি
মমতায় জড়ানো ছিলে যে তুমি আমার পৃথিবী। 

আকাশ ছোঁয়া স্বপ্নগুলো ছিল তার জীবনের চাওয়া 
অশান্ত মনে সুখী হবো সেই তো ছিল জীবনের পাওয়া।

মায়াবী এক অনাবিল আবরণে গড়েছিলে স্বপ্নের জীবন 
কালের পরিক্রমায় তাই তো তুমি জন্মান্তরের আপন।

সোনালী জীবনে স্নেহের পরশে পেয়েছিলাম পরম আদর 
বড় অসহায় ভালবাসার কাঙ্গাল হয়ে পায় শুধু অনাদর।

একদিন ভোরের সকাল ছিল পরশমাখা হাতের ছোঁয়া 
বিষন্ন জীবনের সময় বয়ে যায় অবিরাম সকাল-সন্ধ্যা। 

মাধবীলতার ছলনায় ঝরিয়েছ নিরবে চোখের জ্বল 
জীবন সাগরে সেই বিরহ থাকবে হৃদয়ে অবিচল। 

সহজ সরল মায়ার ছায়ায় করেছিলে সবাইকে আপন
তোমার বিরহে মন কাঁদে নিরবে রবে তুমি চিরজীবন। 

বন্দী খাঁচায় মায়াহীন কোলাহলে তোমাকে খুঁজে ফিরি
নিস্তব্ধতার আবরণে ঘেরা আজ শূন্য ভিটার আপন ভূমি।

ঝিঁঝি পোকার জোনাকি আলোয় ঘুমিয়ে আছো নিরবে 
প্রজন্মের কাছে হারিয়ে যাবে রবে না মমতার সৌরভে।

ওয়াজিউল হক শরীফ। ঢাকা, বাংলাদেশ