অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
ফুলকুমারী - আসিফ খন্দকার

গ্রামের সরল বালিকা বধু-
লাল ঘোমটার ফাঁকে,
ইচ্ছেগুলো অনিচ্ছার মাঝে,
লুকিয়ে বাঁচিয়ে রাখে।

গোলাপি ঠোঁটে মলিন হাসি-
কল্পনায় ছবি আঁকে,
ফুলকুমারীর মান অভিমান-
হারায় অচিন বাঁকে।

ভাগ্যের কি লিলাখেলা-
যায়না তো তা বোঝা,
দোষী আজ মহাখুশী-
খুকুমণির সব সাজা!

দোষ টা তো ছিলো সমাজের-
সময়ের আগে বিদায়,
বুঝতে তো শিখেনি অতশত-
হয়নি অধিকার আদায়।

পালিয়ে যেতে চায় সে,
চায় একটু স্বাধীনতা!!
কিন্ত তার শরীর খাচায় এখন দুটি আত্মা-
সে দায়বদ্ধতায় বাধা!

অনাগত দিনের কথা ভাবে সে-
সেখানে আদৌ কি আছে সুখ?
তার কোলজুড়ে আসবে যে প্রাণ-
ও কি পাবে মায়ের হাসিমুখ?

ফুলকুমারী একা নয়-
তাদের সংখ্যা শতশত,
নীল আকাশের উজ্জ্বল তারকা-
সমাজব্যবস্থায় ভূপতিত!!

আসিফ খন্দকার। টাংগাইল