অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
লক ডাউনে বিবাহ - রাজু কদমা

পাড়ার সেরা জমিদার কমল,
লক ডাউনে বিবাহ দিলেন একমাত্র ছেলেরl
বৃদ্ধ কমল, বড়োই কৃপণ
ছেলের বিবাহতে করেছে পণ
এইতো সুযোগ এইতো সময়l
লক ডাউনে বিবাহ যদি হয়
তাহলে কেমন হয় "বলো গিন্নি"?

গিন্নি মাথা নেড়ে কয়
"তোমাকে চিনি চব্বিশ বছর,
তুমি তো কৃপণের কৃপণ!"
কি বললে তুমি?
সুযোগটা এবার পেলে বেশ!
লক ডাউনের জেরে
ছেলের বিবাহ তো দিলে,
কাউকে কিছু না বলে;
এবার পূজোয় বউমা'র শাড়ি-কাপড়টাও
হবে না কিনতে!

রাজু কদমা। মণ্ডলকুলি, বাঁকুড়া