অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
আমি এমন-ই ।। মুহিব্বুল্লাহ কাফি

মাকে বিশ্বাস করো না!
আমি ভাল না, হয়ত জান না অনেকটাই খারাপ,
আমাতে কেউ কষ্ট পেলে আমি চাইব না মাপ।
কেননা আমি অবগত করেছি।
আমি জানি তাতে আমার হবে না পাপ!

আমায় ভালোবেসো না!
আমি ভালোবাসা বুঝি না, ভালোবাসতেও জানি না।
যদি তুমি এসে দুহাঁটু গেড়ে বসে, দুহাত উঠিয়ে আমায় করতে চাও আলিঙ্গন। তবে তুমি ভুল।
যেনে রেখ কাঁদবে অনেক, ব্যর্থ হয়ে যাবে ফিরে,  তবুও সান্ত্বনার বাণী শোনবে না!

আমার কাছে এসো না!
আমায় ছুঁয়ো না, আমার দিকে অপলক নেত্রে তাকিয়ো না
হয়ত তুমি জান না, আমি কিন্তু উন্মাদ, আমি জানি তুমি আমার কথা মানো না। মানো বা না-ই মানো তবু আমার কাছে এসে না!

আমায় ডেকো না!
তাতে ক্ষতি বৈ লাভ হবে না।
আমি তাকাবো না। ফিরেও দেখবো না,ভাববো না তাতে হবে কী তোমার। এটাকে অভিমান ভেবো না। ভাবতে পারো আমি সাড়া দেব না।

এসবে আমায় ভুল বোঝো না।
আমি এমনি-ই। আমি একা, নিভৃতেই আমার বসবাস। 
আমাতে কাউকে জড়িয়ে তাকে চাই না করতে হতাশ। তাই বলি এসো না। আমার কাছে এসো না!

মুহিব্বুল্লাহ কাফি। বাংলাদেশ