অনেকেই অংক কষেলাফ দিয়ে হার্ডলস্ পেরোয় অংক কষে হার্ডলস্ পেরোবার মন্ত্রইজীবনের খাতায় মজাদার পাটিগণিত।চলার পথে ক খ গ ঘকে যে কখন প্রধান হয়ে ওঠেআবার হিসেবের জটিলতায় হারিয়েও যায়!ভালবাসার গনগনে রোদ্দুরেএখন সংখ্যাতত্ত্বের খেলা বিশেষ জরুরিসাফল্য ছোঁবার একটা বাহারি সিঁড়িতেবসেছে ভালবাসা কেনার হাট বাজারহারিয়ে যাচ্ছে জীবনের সোনালি আলোধন নয় মান নয় এখন শুধুই অংক কষাআকন্ঠ তৃষ্ণায় খুঁজে বেড়াই সাত রাজার ধন এক মানিককে জানে কোথায়?কে জানে কোথায়?রঞ্জনা রায়। কলকাতা