সময় রঙহীন সবজি বাজারে কেউ কেনেনাআমাদের কোন রং নেইকে শোনে কার কথা?সময়ের নদীতে জোয়ার ভাটা নেইনিতান্তই ছাপোষা জীবনে সংকট পাহারা দেয়পতাকার তলে জড়ো হয় ঘামমৃত্যু দূত পাহারা দেয় আয়ুর ক্ষেতলাশ গুনতে গুনতে কখন যে লাশ হয়ে গেছি কে জানে?সময় নিঃশব্দে বয়ে চলেছে প্রতিকূলতা মেখেসময়ের দরজায় দাঁড়িয়ে আছিএকটা উদ্বেগ মেখে পাড়ি দিচ্ছে সময়বিপন্নতায় ভরা গৃহবন্দী জীবনতিল তিল করে ক্ষয়ে চলেছে মনুষ্যত্বহীন অহংকারবিপন্নতায় ডুবে যাচ্ছি লোনা সমুদ্রেবিশ্বময় মৃত্যুর নিঃসঙ্গ আর্তনাদের প্লাবনদুহাতে আজ মৃত্যু মৃত্যু ভালোবাসালকডাউন হি হি করে হাসছেঅজ্ঞাতবাসে টাঙানো আছে মৃত্যুর পরোয়ানামৃতময় কালবৈশাখী আসছে ধেয়েবোধশূন্য উপলব্ধিসংকটময় অপেক্ষারা ইজেলে বন্দীপূর্ণ হচ্ছে অপদার্থের বোধশূন্য করলছিঁড়ে খুঁড়ে যায় বেদনাতুর হাহাকারঢলে পড়ছে অসহায়ত্বের অগ্নি নিশানকূশল জিজ্ঞাসা গুলো মুখ থুবড়ে পড়ে আছেপাখিরাও ভুলে গেছে কিচিরমিচির ডাকনতুন ভোর মেলে ধরুক রক্তিম আলোস্বজনেদের সাথে চায়ের কাপে উঠুক তুফানসরে যাক উদ্বেগের ভোরভোরের আজান আসুক ভেসেচলো সবাই সেজদায় লুটিয়ে পড়ি তার পায়েআবদুস সালাম। মুর্শিদাবাদ
Ashram Bengali Magazine, Ottawa