মাতালের প্রলাপ - রফিকুল নাজিম
যে আমাকে মাতাল বলেছে
মাতাল আবে অই হালায়,
কে বলেছে টলছি আমি?
রাস্তা টলছে নেশার ঠেলায়!
আমি দ্যাখি ভনভন করে
রাস্তা বাড়ি ঘুরছে সব,
মধ্যরাতে তোদের পাপে
লোভের ছকে হয় উৎসব!
আমার গায়ে গন্ধ ভীষণ
ময়লার চেয়েও বাজে নাকি!
আবে হালায়- তোর দুর্গন্ধে
আমি দমটা বন্ধই রাখি।
জানোয়ার তোরা নিকৃষ্ট কীট
লুটছিস পরের টাকাগুলো,
নোংরা মনে নোংরা করছিস
ধর্ম-মসজিদ মন্দিরগুলো।
তোরা বলছিস দু'প্যাক গিলেছি
নেশায় নাকি আমি বুঁদ!
গরীব মেরে বড়লোক হচ্ছিস
নিচ্ছিস গুনে চড়া সুদ।
আমি গলায় বোতল ঢেলেছি
মাথার দিব্যি-ওঁনার কিড়ে,
তোরা হালায় ভাবছিস বসে
বোতল মদে ভিজাই চিড়ে!
আমি না হয় নেশায় মাতাল
তোদের মত লোভী না,
গিলছিস তোরা শ্রমিকের রক্ত
তবুও কিচ্ছু বলছি না।
বোতল বন্দী আছি বলেই
নেশার ঘোরে ঘুমিয়ে থাকি,
নেশা কাটলে দাঁড়াই যদি
পালাবি কই দিয়ে ফাঁকি?
পেটের ক্ষুধা টের পাই যদি
ভুখা মানুষের কংকাল গা,
তোদের মগজ করব ধোলাই
লোভে নিজের মগজই খা।
ওহ্,
কারে যেন মাতাল বলেছি
কে যেন বলে মাতাল আমায়?
ধ্যাৎ,
রাস্তাটা আবার গেল কোথায়
বোতলটা নিলো কোন্ হালায়!
রফিকুল নাজিম। নরসিংদী
-
ছড়া ও কবিতা
-
17-06-2020
-
-