অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
অরুণাভ বীর – এর কবিতা

আবির্ভাবে
সকালের অঞ্চলতায় একবিন্দু শিশিরে আলোর রামধনু ঠিকরে ওঠে,
বরফের বিছানায় খেলা করে গোপন ওড়না,
বিষের ধোঁয়ায় ভাঙে মোমের নীলাভ আগুন,
রক্তিম বসন্ত ভাসমান হিমেল চোখে,
মিনারের বন্দরে উদ্ভাসিত হয়ে সঙ্গিনী করে নিঃসঙ্গ মরুপথ যাত্রীকুলকে,
রজনীগন্ধা চঞ্চলিত হয় প্রতিবিম্বের ইঙ্গিত পেয়ে।

জীবন বলাকা
ক্ষনিকের অতিথির চেনা কবিতার ঘ্রাণ
লুকোচুরি করে ভোরের আস্তাবলে,
সবুজ বালুচরে অপেক্ষমান রাত্রির কালো নিঃসঙ্গতা,
অর্থহীন আস্ফালনের হা-হুতাশে তৃষ্ণার্ত হয় পৃথিবী,
উন্মত্ত কুয়াশা যেন ক্লান্ত পাখি,
মৃত্যু ভোমরার ক্ষন বসন্ত ধূসর আয়নায় আজ আলোকিত।

অরুণাভ বীর। ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ