কান্না - সাফিকুল ইসলাম
ইচ্ছে যদি জাগে মনে
শুনতে পাবে কান্না ওদের,
লুকিয়ে রাখা স্বপ্ন ভেলা-
সত্যি হবে আনন্দের।
চাওয়া পাওয়ার ইচ্ছে যত
খুব সামান্য ওদের কাছে,
লোভী হবার মাপকাঠিতে
আমিই আছি ধারেকাছে।
ধ্বংস যাদের বাঁধতে শেখায়
বাঁধনহারা বেড়ার ফাঁক,
নদীর জোয়ার হার মেনেছে
মন্ত্রী মশাই এক ঝাঁক।
খুব চালাকি কান্না ওদের
সওদা করে দেশের প্রাণ,
সম্প্রদায়ের নোনা জলে
ডুবকি মারে বেদ, কোরান।
তবুও তারা এগিয়ে চলে
নোংরা জলে গা ভাসিয়ে ,
মুকুট পরে দেশের মাথা
কান্না থামায় চোখ শাঁসিয়ে।
আজকে আমার কান্না পাই
ওদের চোখ আজ মরুভূমি,
শূন্য হাতেই ফিরতে হবে-
রাখবে মনে মাতৃভূমি।
সাফিকুল ইসলাম। মুর্শিদাবাদ
-
ছড়া ও কবিতা
-
18-06-2020
-
-