মোহাম্মদ হোসাইন-এর দু’টি কবিতা
জিরাফ
ব্যক্তিগত ক্ষোভ ঝেড়ে আসি ঝোপঝাড়ের কাছে
পাশেই মোহনবাগান, যাইনা সেখানে, সেখানে পায়ের চিহ্ন রয়ে যায়
বন কিংবা ঝোপঝাড় আমাকে চেনে না
অনেক ব্যর্থতা, অনেক দুঃখ একা একা জমা দিয়ে আসি জলের কাছে, অন্ধকার রাতের কাছে
তারপর, ফুরফুরে, ভুরভুরে জীবন কাটাই।
জীবন বয়ে নেয়া কঠিন, তবু, তার গালে প্রতিদিন চুমু খাই
কতকিছু শেখালো সে, কত এলেবেলে!
সাপের পাঁচ পা, ভূতেরগলি, লাভ য়্যু, আরও কত কী!
আজকাল বিশ্বাস ওঠে যাচ্ছে দেখে হাতি এসে মানবিক করে যায়
পিঁপড়েদের কাছে শিখে নিতে হয় মৈত্রীর পুনর্পাঠ
কোথাকার কোন 'করোনা' নিত্য চোখ রাঙিয়ে যায়
নিজেই নিজের চুল ছিঁড়ে ঘুমন্ত আস্ফালন
বোধহীন পড়ে আছি
একমুঠো মাটি, একখণ্ড আকাশ,
হাত ফসকে পড়ে যাচ্ছে
মেটালিক বণ্ড থেকে ছড়িয়ে পড়ছে হাজার হাজার তেজস্ক্রিক্ণা
গ্রীবা নেই, মানুষ তবু জিরাফ সেজেছে...
স্বপ্নগুলো
ক্যানোলা খুলে নিয়েছে ডাক্তার
রাস্তা ডাকছে, বাড়ি ডাকছে
পথ মনে নেই
চেনামুখ মনে নেই
অনেক উপরে চিল
অনেক উপরে নীলস্মৃতি
ক্যানোলা খুলে নিয়েছে সাদা অ্যাপ্রোন
সেবিকার হাত সাদা, ট্রলিও সাদা
স্বপ্নগুলো থোকা থোকা
দ্রাক্ষাগুচ্ছের মত পড়ে আছে করিডোর
কান্নাগুলো গড়িয়ে যাচ্ছে সবুজ ছায়ার দিকে... আকাশের দিকে...
মোহাম্মদ হোসাইন
৭/৩,বি তরঙ্গ, সিলেট।
-
ছড়া ও কবিতা
-
18-06-2020
-
-