অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
চেতনার জিজ্ঞাসা - নির্মল ভৌমিক

কেমন আছে ওরা?
যারা অনাথ শিশু
পাতা কুড়ানোর দল!

কেমন আছে ওরা?
যারা পথশিশু
পথ যাদের সম্বল!

কেমন আছে ওরা?
যারা মুটে ও দিনমজুর 
বিষন্ন ক্লান্তিতে ও যারা ছুটে ভরদুপুর!

কেমন আছে ওরা? 
নুন আনতে যাদের ফুরায় পান্তা!

কেমন আছে ওরা? 
নাট্যকলা আর সঙ্গীত শিল্পী যারা!

কেমন আছে ওরা? 
যাদের মূল সাধনা চারুকলা!

কেমন আছে ওরা? 
যারা সমাজের অসহায় লাঞ্ছিতা!

কেমন আছে ওরা? 
বাঁচার তাগিদে যারা হারিয়েছে বাস্তুভিটা! 

কেমন আছে ওরা? 
বৃদ্ধাশ্রম যাদের শেষ ঠিকানা! 

কেমন আছে ওরা? 
যারা দুঃখী জননী 
যাদের স্বপ্ন হয়েছে ভরাডুবি! 

কেমন আছে ওরা? 
করোনার সম্মুখ সমরে 
লড়ছে যারা নিশিদিন!

কেমন আছে ওরা? 
ভয়-আঁটা চোখে যাদের মৃত্যু করছে গিজগিজ!

কেমন আছে ওরা?
স্বাধীনতার জন্য 
যারা স্বার্থ করেছে বিলীন!

কেমন আছে ওরা?
যাদের চেতনায় আজো 
মিশ্রিত আছে একাত্তরের ঋণ!

কেমন আছে ওরা? 
যাদের শ্রম ঘামে
আমরা নিত্য চলি বাষ্পশকটে!

চল উন্মোচন করি চেতনার জিজ্ঞাসা, 
কেমন আছে ওরা?
যাদের দুমুঠো ভাত আর 
সম্মানের অভাব!

নির্মল ভৌমিক
জেঠাগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া।।