অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
ঘুম - পার্থ প্রতিম হালদার

সংসারের বন্ধন যন্ত্রণার ক্রন্দন
যন্ত্রণার বন্ধন সংসারের ক্রন্দন
সব কিছু তে মুক্তি, ঘুম দেবে শান্তি।

অস্তিত্ব রক্ষায় সংগ্রাম, সংগ্রাম করে
অস্তিত্ব রাখা, অতীত ভুলতে ভালো থাকা,
ভালো থেকে অতীত ভোলা।

বর্তমান ভুলে ভবিষ্যৎ গড়া। ভবিষ্যৎ গড়ে
বর্তমান ভোলা। টেনশন নিয়ে বেঁচে থাকা,
বেঁচে থেকে টেনশন করা, জেগে থেকে
স্বপ্ন দেখা স্বপ্ন নিয়ে জেগে থাকা।

ডিপ্রেসনে ঘুম না হওয়া, না ঘুমিয়ে
ডিপ্রেসনে ভোগা। ছুটতে ছুটতে বেঁচে থাকা,
বেঁচে থেকে ছুটতে থাকা। ঘুমিয়ে পড়লে
স্বপ্ন দেখা, স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়া।

কেরিয়ারের দৌড়, দৌড় দিলেই যন্ত্র।
যন্ত্র না হলে আসবে না তো অর্থ।
তখন জীবন যুদ্ধে হতে হবে ব্যার্থ।
ব্যস্ততার জীবনে তাই ঘুমই বাঁচার মন্ত্র।

রাত্রি হলে ঘুম আসলো, ঘুম আসলে
রাত্রি হলো। ঘুম ভাঙলে সকাল হলো,
সকাল হলে ঘুম ভাঙলো।

ঘুম ভাঙলে নতুন সূর্য, না ভাঙলে
স্বর্গ রাজ্য। ঘুমিয়ে ঘুমিয়ে শ্মশান যাত্রা,
পরমাত্মার উদ্দ্যেশ্যে জীবাত্মা।

পার্থ প্রতিম হালদার। করিমগঞ্জ, আসাম