অটোয়া, বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫
প্রশ্ন? – দেওয়ান সেলিম চৌধুরী

নের মাঝে প্রশ্ন জাগে, বুদবুদের মত, কত শত
ধরণীতে তুমি করিয়াছ দান, আছে যত প্রান, ইচ্ছামত।
প্রতিটা প্রানের নিঃশ্বাস, আমার বিশ্বাস
তব হতে আসে আর তব মাঝে যায়
নিঃশ্বাসের মাঝেই সে তোমাতে হারায়।
এত কাছের তোমাকে কে করিল পর
ধরণীতে সাঙ্গ করি তব খেলাঘর?
কে তোমায় নিয়ে গেলো সপ্ত আকাশের পর
সে কি তুমি নাকি অন্য কেউ, বেধে দিল তব ঘর?
অনন্ত ব্রহ্মাণ্ডের স্রষ্টা হে রাজন,
তোমার কি প্রয়োজন ছিল স্বর্ণ সিংহাসন?
কেন এত সভাসদ, আচার বিচার
একি নয় সৃষ্টির প্রতি তব অনাচার?
মানুষের কর্ম্মলাগি, কেন দায়ভার
তোমার ইচ্ছা বিনা, কার্য্যকরার সাধ্য আছে কার?

দেওয়ান সেলিম চৌধুরী। অটোয়া, কানাডা