তোমার শহর - পলাশ পাল
তোমার ওই লালচে ছোট্ট শহরের মাঝে
অলিন্দ নামে এক বাসিন্দা
তোমার শরীর থেকে প্রবাহিত খাবার গুলো
কিভাবে যেন নিজের কাছে স্থগিত রাখে।
আরেক বাসিন্দা সেই তরল খাবার মনের সুখে
তোমার অভুক্ত উদরে প্রেরন করছে।
ওই ছোট্ট শহর থেকে আসা
সারা দিন রাতে ক্রমশঃ মৃদু ধুক ধুক শব্দ,
আর ওই দুই বন্ধুর স্থগিত প্রেরনের
মায়াবী খেলার মধ্যে দিয়ে
বেঁচে আছে শক্তিশালী লালচে ছোট্ট শহরটা,
বেঁচে আছো তুমিও।
ছোট থেকে একটু বড় হতেই জেনেছি,
ওই শব্দের মাঝে নাকি রয়েছে
জীবনের সজীব ছোঁয়া।
সত্যি! এ যেন এক অদ্ভুত মায়া।
পলাশ পাল। হুগলী
-
ছড়া ও কবিতা
-
23-06-2020
-
-